Sunday, November 7, 2021

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

 



চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে তন্ময় হাসান তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী অ্যাকাডেমি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও নিহতের সহপাঠীরা জানায়, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী অ্যাকাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নেয় তপু। ওই বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কে বা কারা তাকে বিদ্যালয়ের এক পাশে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে সহপাঠীরা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আর সালান জানান, তপুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র বলছে, তপুর সঙ্গে তার এক সহপাঠীর প্রেম সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চলছে।

১৯ দিন ব্যাপী শাহী সীরাত থেকে আল্লামা ডঃ এনায়াত উল্লাহ আব্বাসী হুজুরের ...

Saturday, October 16, 2021

পাবজি খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে হত্যা

 



মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল ফোনে ‘পাবজি’ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত হয়েছে রাজু আহমেদ নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজু।

নিহত রাজু আহমেদ উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পাবজি খেলা ও গেমসের আইডি নিয়ে রাজু আহমেদের সঙ্গে একই এলাকার আরেক কিশোরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কিশোর রাজুকে স্থানীয় কালিগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। এরপর কাশবনের ভেতরে নিয়ে শার্ট দিয়ে মুখ ঢেকে রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় রাজু।

জানা যায়, সকালে রাজুর মৃত্যুর খবর জানতে পেরে স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা ওই কিশোরের বাড়ি ঘেরাও করে। পরে অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থলে যান সিঙ্গাইর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা। তারা স্থানীয়দের বুঝিয়ে শান্ত করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বি এম খোরশেদ/এফআরএম/জেআইএম

Thursday, October 14, 2021

-ঃ আমার এই প্রচেষ্টা সব ইসলামের খেদমতের জন্য ঃ-





 I am very much confident about my ability...!!!

-ঃ আমার এই প্রচেষ্টা সব ইসলামের খেদমতের জন্য ঃ- I have a dynamic and challenging attitude about my assigned responsibility, I am very much confident about my ability, responsibility, labor and skills. I want to build up my career development. Skilled in Internet Browsing. Computer Software & Hardwar . Traveling, Singing Islamic song, Reading Islamic Books.  Self-motivated, confident, optimistic and willing to take challenge.  Energetic, sincere, hardworking and friendly as a person.

Wednesday, October 13, 2021

মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে পূজামন্ডপে অবমাননা


৯০% মুসলমানদের দেশে কাদের সাহসে এরা এইসব নিকৃষ্ট কাজ করতে যাচ্ছে আমাদের কি এখনো বুঝার বাকি রইল?
মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে পূজামন্ডপে অবমাননা কারীদের প্রতি তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
বিচার চেয়ে তো লাভ নেই। কারন যাদের কাছে বিচার চাইবো,তারাই তো প্রতিনিয়ত কোরআন-হাদীসের অবমাননা এবং ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে।
# বিচার মহান আল্লাহ কাছে দিলাম।


 

Sunday, October 10, 2021

এসএসসি পরীক্ষার্থীর ‘মেয়ে থেকে ছেলেতে’ রূপান্তরিত হওয়ার দাবি

 

এসএসসি পরীক্ষার্থীর ‘মেয়ে থেকে ছেলেতে’ রূপান্তরিত হওয়ার দাবি

প্রাকৃতিকভাবে লৈঙ্গিক রূপান্তরের দাবি করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী কিশোরী (১৫)। এরপর পারিবারিকভাবে তার নাম পরিবর্তন করে “আব্দুল্লাহ জিসান” রাখা হয়েছে। ঘটনাটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর তার বাড়িতে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করেছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার।

স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান হালিমুজ্জামান বলেন, “কয়েক মাস আগে থেকে মেয়েটির মধ্যে মধ্যে ছেলেদের মতো একটি ভাব আসে। প্রথমে সে বিষয়টি কাউকে জানায়নি। একবার তার বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে সে বিয়েতে অমত প্রকাশ করে। তখনও সে বিষয়টি কাউকে জানায়নি। তিনদিন আগে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার থেকে তাদের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে।”

স্থানীয় বাসিন্দা রানা খান বলেন, “প্রতিদিন তাদের বাড়িতে কয়েক হাজার মানুষ আসে তাকে দেখতে। সবাই কৌতুহল নিয়ে তাকে দেখছে। বেশ কয়েকদিন আগেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও শনিবার থেকে তার কণ্ঠস্বরও পুরুষদের মতোই শোনা যাচ্ছে।”

তার বাবা বলেন, “স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারি। এখন আমার সন্তানের শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে আব্দুলাহ জিসান। শনিবার দুপুরে তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে। পায়জামা-পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে।”

তার মা পারভিন আক্তার বলেন, “ছয় মাস আগে মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ে করতে অসম্মতি প্রকাশ করে তার রূপান্তরিত হওয়ার ঘটনাটি বললে আমি প্রথমে বিশ্বাস করিনি। পরে শাশুড়ির মাধ্যমে সবকিছু শুনে বিশ্বাস করি। আল্লাহ তাকে মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছেন। আগে আমাদের দুই মেয়ে ছিল। এখন এক ছেলে ও এক মেয়ে হওয়ায় আমরা খুশি।”



জ্বালানি সংকটে বিদ্যুৎবিহীন লেবানন

 

জ্বালানি সংকটে বিদ্যুৎবিহীন লেবানন







বিদ্যুৎবিহীন বৈরুত শহর। ছবি: এএফপি

জ্বালানি সংকটের কারণে দেশের দুটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় লেবাননে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স শনিবার রাতে এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা বলেন, 'জ্বালানি সংকটের কারণে দেশের দুটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দেইর আম্মার ও জাহরানি বন্ধ হয়ে গেছে।'

তারা জানান, আজ দুপুরে পাওয়ার গ্রিড 'পুরোপুরি বন্ধ হয়ে গেছে' এবং কয়েক দিনের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।

রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, জাহরানি বিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। আর, দেইর আম্মার প্ল্যান্ট শুক্রবার বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ সংস্থা সাময়িকভাবে বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য সেনাবাহিনীর জ্বালানি তেলের রিজার্ভ ব্যবহার করার চেষ্টা করবে। তবে, কখন থেকে শুরু হবে, তা জানানো হয়নি।



বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২১, ১৫:৫৪ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে ...