জ্বালানি সংকটের কারণে দেশের দুটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় লেবাননে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স শনিবার রাতে এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা বলেন, 'জ্বালানি সংকটের কারণে দেশের দুটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দেইর আম্মার ও জাহরানি বন্ধ হয়ে গেছে।'
তারা জানান, আজ দুপুরে পাওয়ার গ্রিড 'পুরোপুরি বন্ধ হয়ে গেছে' এবং কয়েক দিনের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, জাহরানি বিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। আর, দেইর আম্মার প্ল্যান্ট শুক্রবার বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সংস্থা সাময়িকভাবে বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য সেনাবাহিনীর জ্বালানি তেলের রিজার্ভ ব্যবহার করার চেষ্টা করবে। তবে, কখন থেকে শুরু হবে, তা জানানো হয়নি।