Monday, October 4, 2021

মুসলিম গণহত্যার নিরব দর্শক

 মুসলিম গণহত্যার নিরব দর্শক

অথর্ব জাতিসংঘের আর প্রয়োজন নাই। -ইমরান খান
জাতিসংঘের সাধারন পরিষদ অধিবেশনে কাশ্মীর নিয়ে ইমরান খানের বক্তব্য নিয়ে সারা দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে। আর্ন্তজাতিক গণমাধ্যমে তার বক্তব্য ফলাও করে ব্যাপক প্রচার হচ্ছে।
জাতিসংঘে দেওয়া বক্তব্যের ৩ নম্বর পয়েন্টে ইমরান খান বলেনঃ ইসলামি জঙ্গিবাদ উগ্রবাদ বলতে কোন শব্দ নাই। ইসলাম একটাই আর সেটা হলো ১৪০০ বছর পূর্বে মোহাম্মদ সা. শিখিয়ে গেছেন। পশ্চিমারা সন্ত্রাসীদের ইসলামের সাথে যুক্ত করে ইসলামকে অপমান করছে। আমাদের মুসলমানদের দায়িত্ব সঠিক ইসলামের বানী প্রচার করা যাতে পশ্চিমারা আমাদের ইসলাম ও প্রাণের নবী মোহাম্মদ সাঃ সম্পর্কে মিথ্যা প্রচার না করতে পারে।
ইজরাইল জবরদস্তি করে ফিলিস্তিনিদের হত্যা করে তাদের ভূমি দখল করেছে, জাতিসংঘ তামাশা দেখছে।
মিয়ানমার জবরদস্তি করে রোহিঙ্গাদের গণহত্যা করে বিতাড়িত করেছে, কিন্তু জাতিসংঘ কিচ্ছু করে নাই।
খবরদার ভারত যদি একই কাজ কাশ্মীরে করতে চায়, পরিনতি হবে ভয়াবহ। পাকিস্তান জানে ভারত তার থেকে ৫ গুণ বড় তারপরেও পাকিস্তান শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করবে।
লা ইলাহা ইল্লালাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আমরা একমাত্র তারই কাছে সাহায্য প্রার্থনা করি। জাতিসংঘ যদি কাশ্মীরের পাশে নাও থাকে, পাকিস্তান মজলুম কাশ্মীরের ভাগ্য জালেম মোদির হাতে ছেড়ে দিবে না।
পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যুদ্ধ হলে পৃথিবীর কেউই নিরাপদ নয়। জাতিসংঘের আর প্রয়োজন নাই, যেহেতু ৭৪ বছরে জাতিসংঘ তামাশা দেখেছে মুসলমান হত্যাযজ্ঞের।
0:36 / 3:48

No comments:

Post a Comment

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২১, ১৫:৫৪ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে ...