█▒▒▒ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে চাকরির সুযোগ ▒▒▒█
পদের নামঃ সহকারী ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মকর্তা /ফায়ার এন্ড সেফটি অফিসার, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) ও আর অন্যান্য
বেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০
পদের সংখ্যাঃ ১২৩টি
গ্রেডঃ ০৯
যোগ্যতাঃ সার্কুলারে দেয়া আছে।
আবেদনের শেষ তারিখঃ ২৮/১০/২০২১ ইং ।
আবেদনের ফিঃ ৫০০ টাকা।
আবেদনের পদ্ধতিঃ ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
ওয়েবসাইটের লিঙ্কঃ http://www.bcic.gov.bd/
-------------
আইবিএ এমবিএ ডিসেম্বর ইনটেক কে সামনে রেখে বর্তমানে অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই স্পেশাল ক্রাশ ব্যাচে ভর্তি চলছে। অফলাইন ব্যাচে আগামী ১৫ দিনের জন্য ১০০০ টাকা ছাড় থাকছে।
এছাড়া ২০২২ সেশনের আইবিএ এমবিএ এবং জব প্রিমিয়াম ব্যাচগুলোর জন্য আবারও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আর্লি এডমিশনের জন্য আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচে ২,০০০/- টাকা ছাড় থাকছে এবং জব প্রিমিয়াম ব্যাচে ৩,০০০/- টাকা ছাড় থাকছে। এই ডিসকাউন্টের সময়কাল আগামী এক মাস।
যারা আগ্রহী তারা তারা দ্রুত আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করুন।
এই সপ্তাহ থেকে আবারও শুরু হচ্ছে প্রফেশনাল স্পোকেন ইংলিশ কোর্স । যাদের টার্গেট স্পোকেনে ফ্লুয়েন্ট হওয়া, জব ভাইভা এবং এম্ব্যাসী ভাইভার জন্য নিজের স্পকেনকে আরো স্ট্যান্ডার্ড করা তাদের জন্য এই স্পোকেন কোর্সটি খুবই চমৎকার হবে ইনশা-আল্লাহ । ক্লাসগুলো অনলাইনেই হবে । এনরোল করতে নিচের লিংকটি ক্লিক করুন-
https://tinyurl.com/3hhjxpb2
অথবা কল দিন 01972-277866
IELTS প্রিমিয়াম অনলাইন ব্যাচ আবারো শুরু হয়েছে ইনশা-আল্লাহ । বরাবরের মত এই কোর্সেও থাকছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ, হাইলি কোয়ালিফাইড ইন্সট্রাক্টরসহ আরো অনেক সুবিধা । ক্লাস হবে জুম প্রিমিয়াম একাউন্টের মাধ্যমে । ক্লাস টাইমিংঃ রবি, মঙ্গল, বৃহস্পতি রাত ৮টা থেকে ১০টা ।
অনলাইনে শুরু হবে সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হয়েছে। ওরিয়েন্টেশন এবং দুটি ক্লাস হয়েছে, ক্লাসটির রেকর্ডেড ভিডিও ব্যাচের ফেইসবুক গ্রুপে দেয়া আছে। আপনি চাইলে দ্রুত ভর্তি হয়ে ক্লাসে জয়েন করতে পারেন।
ব্যাচ টাইমিং: রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা।
এই স্পেশাল ব্যাচগুলোতেও থাকছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ, অর্থাৎ, একবার ভর্তি হয়ে কোর্সটি আবারো ফ্রি রিপিট করতে পারবেন।
আমরা মূলত দুই ধরনের ব্যাচ অফার করছি।
যারা একসাথে আইবিএর এমবিএ, সরকারী ও বেসরকারী বিভিন্ন চাকরী, এনএসআই, দুদক, বাংলাদেশ ব্যাংকের এডি এক্সাম,ও বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একত্রে নিতে চান তাদের জন্য Capstone শুরু করেছে একটি ইউনিক কোর্স, আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ।
আর যারা আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ, বিইউপি, বিআইবিএম, জাহাঙ্গীরনগর আইবিএসহ সকল এমবিএর প্রস্তুতি একত্রে নিতে চান, তাদের জন্য আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ।
ভর্তির জন্য কল দিন 0197 2277 866
আমাদের বিভিন্ন কোর্সে সরাসরি এনরোলমেন্টের লিংক

https://tinyurl.com/4wn2u43f

https://tinyurl.com/53eezy48

https://tinyurl.com/4kmhefsz

https://tinyurl.com/495f575m

https://tinyurl.com/h66jhe5w

https://tinyurl.com/3hhjxpb2

https://tinyurl.com/2ebm3syx

https://tinyurl.com/y22jknwj
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
See Less
No comments:
Post a Comment